English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৬ ১২:২৯

নড়াইলে নৌকা বাইচ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে নৌকা বাইচ প্রতিযোগিতা

নড়াইলের চিত্রা নদীতে বর্ণাঢ্য আয়োজনে এসএম সুলতান প্রানআপ  নৌকা বাইচ প্রতিযোগিতা বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ২টায় অনুষ্ঠিত হবে।

সুলতান ফাউন্ডেশন ও প্রান আপের যৌথ আয়োজনে গ্রাম বাংলার চিরঐতিহ্য নারী-পুরুষ দলের আকর্ষনীয় নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং-এবিষয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি হেলাল মাহমুদ শরীফ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌকা বাইচ উপ-কমিটির আহবায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, প্রানআপের ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস, প্রেস কাবের সভাপতি এনামুল কবীর টুকু, সহ-সভাপতি সুলতান মাহ, সাংবাদিক উজ্জ্বল রায় প্রমুখ।

ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানন, নৌকা বাইচ প্রতিযোগিতায় ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, মাগুরা, নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে পুরুষদের ২২টি এবং মহিলাদের ৫টি  নৌকা অংশগ্রহণ করবে।

চিত্রানদীর নড়াইল ফেরিঘাট থেকে শুরু হয়ে রপগঞ্জ সুলতান ব্রীজে (চিত্রা ব্রীজ) গিয়ে শেষ হবে এ নৌকা বাইচ। প্রতিটি নৌকায় ৬০ থেকে ১শ’জন মাঝি-মাল্লা থাকবে। নৌকা বাইচ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বলে জানালেন কমিটির সদস্য এডভোকেট নজরুল ইসলাম। আকর্ষনীয় এ নৌকা বাইচ দেখতে পার্শ্ববর্তী যশোর, গোপালগঞ্জ, মাগুরা,ঝিনাইদহ, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুরসহ দূর-দূরান্তের দর্শনার্থীরা এসে থাকেন।