English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৬ ২০:৫৭

রিশাকে হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

অজয় কুন্ডু
রিশাকে হত্যার প্রতিবাদে মাদারীপুরে  মানববন্ধন

ঢাকার উইলস লিটল ফাওয়ার স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার রিশাকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে মাদারীপুরে শিক্ষার্থীদের র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টায় মাদারীপুর জেলা শিক্ষার্থীরা এ নির্মম হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেন।

এ সময় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জণ রেখে এ মানববন্ধনে অংশগ্রহণ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সুমাইয়া আক্তার রিশার হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাতি হবে।

বিপ্লবী শিক্ষার্থীরা আরো জানান, রিশার হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার না করা হলে আরো কঠোর আন্দোলনে ডাক দিবে মাদারীপুরসহ অন্য জেলার সকল শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত বুধবার পরীক্ষা শেষে দুপুরে রাস্তা পারাপারের জন্য রাজধানীর কাকরাইলে ফুটওভার ব্রিজে ওঠলে ওবায়দুল নাদের এক যুবক রিশাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। তৎক্ষণাৎ তার সহপাঠীরা স্থানীয় মেডিকেলে নিলে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে রিশা মারা যায়।