English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ২০:১৯

রাজশাহীতে রাষ্ট্র বিরোধী-জিহাদী বইসহ আটক ১

অনলাইন ডেস্ক
রাজশাহীতে রাষ্ট্র বিরোধী-জিহাদী বইসহ আটক ১

রাজশাহীর বানেশ্বর এলাকায় রাষ্ট্র বিরোধী-জিহাদী বইসহ ১ জন সন্দেহভাজন জঙ্গী সদস্যকে আটক করেছে র‌্যাব।

রোববার (২৮ আভোররাত ৩টা জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত আবদুল খালেক জেলার গোদাগাড়ী উপজেলার ব্রাহ্মনগ্রামের বাসিন্দা। সে মৃত. নূরুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাত ৩টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল পুঠিয়ার বানেশ্বর এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৪টি জিহাদী বইসহ আবদুল খালেক (৩২) নামে সন্দেহভাজন এক জঙ্গি সদস্যকে আটক করা হয়।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব জানায়।