English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ২০:০৯

জঙ্গীবাদ বিরোধী মিছিল ময়মনসিংহ আইনজীবী সমিতির উদ্যোগে

অনলাইন ডেস্ক
জঙ্গীবাদ বিরোধী মিছিল ময়মনসিংহ আইনজীবী সমিতির উদ্যোগে

বাংলাদেশ বার কাউন্সিলের ঘোষনা অনুযায়ী সারাদেশের ন্যায় ময়মনসিংহে আইনজীবী সমিতির উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত।

রোববার সকালে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জজকোর্ট প্রাঙ্গণে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে ময়মনসিংহ আইনজীবি সমিতি। 

ময়মনসিংহ  জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. বাঁধন কুমার গোস্বামীর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক এড. নূরুল হকের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন এড. আনিসুর রহমান খান, এড. এ. এইচ.এম খালেকুজ্জামান, এড. শেখ আবুল হাশিম, এড. আবুল কালাম আজাদ, এড. রাখাল চন্দ্র সরকার, এড. জসিম উদ্দিন আহমেদ, এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, এড. নজরুল ইসলাম চুন্নু, এড. সাজ্জাদুর রহমান আকন্দ নয়ন, এড. আব্দুল মোত্তালেব লাল, এড. মিজানুর রহমান, এড. আনোয়ারুল ইসলাম ফকির, এড. মঞ্জুরুল হক বাচ্চু, এড. নূরুজ্জামান খোকন, এড. মতিউর রহমান ফয়সাল, এড. শামীম আল মামুন, এড. মোহাম্মদ আলী, এড. জুয়েল প্রমুখ।

মানববন্ধন সমাবেশের আগে কোর্ট প্রাঙ্গনে এক মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ আইনজীবীরা উপস্থিত ছিলেন।