English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ২০:০১

তুরাগে বিদেশী অস্ত্রসহ আটক ১

অনলাইন ডেস্ক
তুরাগে বিদেশী অস্ত্রসহ আটক ১

রাজধানীর তুরাগের ধউর চেকপোস্ট থেকে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১রাউন্ড গুলিসহ মো. মাজরুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে তুরাগ থানা পুলিশ ।

জানা যায়, রাত প্রায় ২টায় তুরাগ থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে তুরাগ থানার ধউর চেকপোস্ট এর সামনে গাড়ী তল্লাশী অভিযান পরিচালনা করার সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা “আকিব”  এন্টারপ্রাইজ নামক বাস ঢাকা মেট্রো ব-১৪-৮৬৪৫ তে তল্লাশী করে গাড়ীর যাত্রী  মোঃ মাজরুল ইসলাম (৩৫) এর কাছে একটি কালো রঙের কাপড়ের ব্যাগে রক্ষিত অবস্থায় একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয় ।

তার পিতার নাম মৃত আবু সিদ্দিক আলী তার বাড়ী রাজশাহী জেলার, বাঘা থানার, বারসত দিয়ার আতার পাড়া গ্রামে ।

বর্তমানে চট্টগ্রামের বায়েজীদ  থানার, রোফাবাদ কলোনী, অক্সিজেন এলাকার বাসিন্দা । এই ঘটনায় তুরাগ থানায় একটি মামলা রুজু করা হয়েছে যার নং-২২ তাং-২৮/০৮/২০১৬ইং ধারা-অস্র আইন/১৮৭৮ (সংশোধনী/২০০২)এর ১৯ক ধারা।