English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ১৯:২৫

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তির দায়ে ছাত্র মৈত্রীর সম্পাদক আটক

অনলাইন ডেস্ক
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তির দায়ে ছাত্র মৈত্রীর সম্পাদক আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় বিপ্লবী ছাত্রমৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়কে আটক করেছে মতিহার থানা পুলিশ। রোববার দুুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে তাকে আটক করা হয়।

একটি মন্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার হারিকেন তৈরি আছে তো? দ্যাখেন আবার আপনার ভাগেরটাও চুরি হতে পারে, তখন তখন আপনি আফসোস করে বলবেন (উনার বাপের ডায়ালগটা)।’ অন্য একটি মন্তব্যে বলেন, ‘আমি কুত্তার গায়েও লিখতে পারব না, সে আওয়ামীলীগ তাতে তার লজ্জা হবে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে মন্তব্য করেছিল। এ নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল তাই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’

এদিকে এ ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি বলেন, ‘সব মন্তব্য ক্ষমতাসীন দলের পক্ষে যাবে এমন কোনও কথা নেই। কোনও মন্তব্য তাদের বিরুদ্ধেও যেতে পারে কিন্তু তাই বলে এভাবে আটক করে হয়রানি করার কোনও মানে হয় না। তাকে আটক করে স্বৈরশাসনের পরিচয় দেওয়া হয়েছে।’