English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ১১:৩০

কাওড়াকান্দি-শিমুলিয়ায় নৌযান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
কাওড়াকান্দি-শিমুলিয়ায় নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে মাদারীপুরের কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ। ফলে ঘাটের উভয় পাড়ে পারপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারী দক্ষিণপশ্চিমাঞ্চালের ২১ জেলার হাজারো মানুষ।

এদিকে মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, ১৭টি ফেরির মধ্যে ভোর থেকে ঝুঁকি নিয়ে ৫টি ফেরি চলাচল করলেও পদ্মা নদীতে বৈরী আবাহওয়া ও স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কাওড়াকান্দি থেকে ছেড়ে যাওয়া ২টি ফেরি স্রোতের কবলে পড়লে পরবর্তীতে তা নিরাপদে নোঙর করে রাখা হয়। এ ছাড়া কাওড়াকান্দি ঘাটে ১টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে।