English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ০১:৪৭

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক কামরুল

অনলাইন ডেস্ক
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক কামরুল

তৃতীয়বারের মত ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ  পুলিশ রেঞ্জের ৩৬ টি থানার মধ্যে তিনি শেষ্ঠ নির্বাচিত হন।

শনিবার (২৭ আগস্ট) বিভাগীয় রেঞ্জ কার্যালয়ে ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের হাত থেকে কামরুল ইসলাম পুরস্কার গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ড.আক্কাস উদ্দিন ভুঞা, ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

আইন শৃঙ্খলা, মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, বি-রুল ইস্যু কমিউনিটি পুলিশিং কার্যক্রম সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ওসি কামরুল ইসলামকে এই সম্মাননা প্রদান করা হয়।

এসময় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুুল্লাহ আল মামুন বলেন পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য প্রতিটি পুলিশ সদস্যকে আরো বেশি আন্তরিক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন ।