English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ০১:২৬

খানসামায় বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

অনলাইন ডেস্ক
খানসামায় বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের খানসামায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. আসাম রহমান (৫৫) নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার(২৭আগষ্ট) দুপুর ১২ টার  দিকে তার নিজ বাড়িতেই এ র্দূঘটনাটি ঘটে।

নিহত আসাম উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়া গ্রামে  মৃত রহমান আলীর ছেলে।

প্রতিবেশী সাজু রহমান জানান, তার ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই বৈদ্যুতিক পাখার সংযোগ মেরামত করছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরিবারের লোকেরা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।