English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৬ ১৪:২২

নড়াইলে ব্যবসায়ীর রহ্যস জনক মৃত্যু

অনলাইন ডেস্ক
নড়াইলে ব্যবসায়ীর রহ্যস জনক মৃত্যু

নড়াইলে বানিজ্যিক কেন্দ্র রুপগঞ্জ বাজারের শাড়ি কর্ণারের  স্বত্বাধিকারী সুশান্ত সোম (৩৫) শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় আত্মহত্যা করেছেন। নিহত সুশান্ত শহরের ভওয়াখালী এলাকার মনি সোমের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রুপগঞ্জের দোকানে পূজা দেওয়ার কথা বলে সুশান্ত দোকানে আসে। দোকানে এসে তিনি সিলিং ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ নামিয়ে আনে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবাস বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে তিনি জানান। এ ব্যাপারে সদর থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।