English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৬ ০৩:৫১

নড়াইলের চেয়ারম্যান অবাধে কাটছে সরকারি মেহগনি গাছ

অনলাইন ডেস্ক
নড়াইলের চেয়ারম্যান অবাধে কাটছে সরকারি মেহগনি গাছ

নড়াইলে নব নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি মেহগনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম আসাদুজ্জামান লালু। সে মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা। এবং তুলারামপুর ইউনিয়নের বাকশাডাঙ্গা এলাকার চেয়ারম্যান।

এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত এক অভিযোগ পত্রের মাধ্যমে জানা যায়, জেলার তুলারামপুর হইতে মাইজপাড়া সি.এন্ড.বি পাকা রাস্তার পার্শ্বে সরকারি বেশ কয়েকটি বড় বড় মেহগনি গাছ ছিল।

সম্প্রতি আলোচিত ইউপি সদস্য আসাদুজ্জামান লালুর নেতৃত্বে মালিডাঙ্গা গ্রামের আতিয়ার মৃধার ছেলে নাজমুল মৃধা, আসাদ সরদারের ছেলে মেজকত সরদার, বেলায়েত বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস, হাশেম ফকিরের ছেলে হাসান ফকির, ইছাহাক সরদারের ছেলে হাফিজ সরদার, অদুদ সরদারের ছেলে আবু সাইদ উক্ত মেহগনি গাছগুলো কেটে বিক্রি করে ফেলে।

এ ব্যাপারে এলাকাবাসী বাঁধা প্রয়োগ করলে আসাদুজ্জামান লালু তাদেরকে হুমকি ধামকি দেয়। এবং গাছ কাটা অব্যাহত রাখে। পরবর্তীতে সচেতন এলাকাবাসী সরকারি সম্পদ রক্ষার্থে আর কোন উপায়ান্তর না পেয়ে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ পত্র দায়ের করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচিত ইউপি সদস্য আসাদুজ্জামান লালু ও তার সহযোগিদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়ার জন্য আসাদুজ্জামান লালুর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গিয়েছে। বর্তমানে মালিডাঙ্গা গ্রামবাসী পখে লিখিত অভিযোকারি (জাকার মোল্যা) জায়ানান  সরকারি সম্পদ ও প্রকৃতির বন্ধু বৃক্ষকে নিধনের হাত থেকে রক্ষার্থে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।

এছাড়াও অভিযুক্ত আসাদুজ্জামান লালু ও তার সহযোগিদের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদেরকে শাস্তি প্রদানের জন্যও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।