English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৬ ০৩:২২

রাজশাহীতে হেরোইনসহ যুবক আটক

অনলাইন ডেস্ক
রাজশাহীতে হেরোইনসহ যুবক আটক

রাজশাহীর গোদাগাড়ী থেকে ৪৯০ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বড়গাছি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুফান আলী (২৫) উপজেলার চর ভুবনপাড়া গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে। রাতে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেরোইন পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেদশন দল গোদাগাড়ী উপজেলার বড়গাছি এলাকায় পদ্মা নদীর পাড়ে অভিযান চালায়।

এ সময় ৪৯০ গ্রাম হেরোইনসহ সুফান আলীকে হাতেনাতে আটক করা হয়। যার অনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।