English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৬ ০২:০৮

কাঁঠালিয়ায় ৯ দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
কাঁঠালিয়ায় ৯ দোকান পুড়ে ছাই

কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

শুক্রবার (২৬ আগস্ট) ভোররাতে কবির ষ্টেশনারী দোকানের পিছন থেকে ভয়াবহ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।

মুর্হূতের মধ্যে আগুন ছড়িয়ে পার্শ্ববর্তী মো. সোহেলের গার্মেন্টস ও এস টেলিকম দোকান, দুলাল মালাকারের মুদি দোকান, কবির হাওলাদারের গার্মেন্টস দোকান, সুশিলের হোটেল ও মিস্টি দোকান, আ. হকের মুদি দোকান, শ্যামল মালীর মুদি দোকান, কালা ধোপার লুন্ঠি, রিপনের কসমেটিকস দোকান ও মোসলেমের মুদি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীরা দাবী, অগ্নিকান্ডে  মালামাল ও নগদ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকায় ক্ষয়-ক্ষতি হয়েছে। কাঁঠালিয়া ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিভিয়ে ফেলা হয়। তবে কিভাবে আগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের দ্রুত উপজেলা পরিষদ থেকে সাহায্য প্রদানের আশ্বাস দেন।