English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০১৬ ১৩:২৪

আইএসের নামে আইনজীবীকে হুমকী

নিজস্ব প্রতিবেদক
আইএসের নামে আইনজীবীকে হুমকী

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্য নিপেন্দ্র ‍ভূষণ দাসকে আইএসের নামে উড়ো চিঠিতে হুমকি দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট)  রাতে শহরের টিএন্ডটি সড়কে তার ভাড়া বাসার দরজায় সামনে একটি চিঠি ফেল রাখা হয়। জেলা আইনজীবী সমিাতর সাধারণ সম্পাদক  শহীদুর রহমান বাচ্চু এ বিযয়টি নিশ্চিত করেন।

এতে লেখা হয়েছে ‘ উকিল তুই ভাল মন্দ খাইয়া ল, তোর সময় স্যাস।’ চিঠির শেষে লেখা হয়েছে আই,এস।

ঝালকাঠি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদুর রহমান বাচ্চু বলেন, বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে আলাপ করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যপারে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (ওসি অপারেশন) বলেন, এ ব্যপারে এখন পর্যন্ত কোন অভিযোগ বা খবর পাই নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেন তিনি।