English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০১৬ ১২:৫৫

কুমার নদে ট্রলারডুবিতে নিহত ১, নিখোঁজ ১০

অনলাইন ডেস্ক
কুমার নদে ট্রলারডুবিতে নিহত ১, নিখোঁজ ১০

শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীর অনুষ্ঠান শেষে মাদারীপুর শহর থেকে টেকেরহাটে ফেরার পথে সিদ্দিকখোলা এলাকার কুমার নদে ট্রলারডুবিতে ভানুমতি বালা (৬০) নামে একজন নিহত হয়েছেন।

তার স্বামীর নাম সুখবালা। এছাড়াও ট্রলারডুবিতে ৫শিশুসহ ১০ জন নিখোঁজ। রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। এদিকে স্থানীয়রা ৬ জনকে জীবিত উদ্ধার করেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জন্মাষ্টমী অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীর অসংখ্য মানুষ মাদারীপুর শহরে এসেছিলেন।

অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কুমার নদীতে বিপরীত দিক থেকে আসা ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে ওই ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়রা ২-৩ জনকে উদ্ধার করে মাদারীপুর সদস হাসপাতালে প্রেরণ করে। সেখানে ভানুমতি বালাকে জরুরি বিভাগের চিকিৎসক অকিল সরকার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বিপরীত দিক থেকে আসা ট্রলারটিতে ডুবে যাওয়া অনেক যাত্রীকে ওঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। এছাড়া কুমার নদীর বিভিন্ন এলাকায় ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন তল্লাশি অব্যহত রেখেছে।

ভিডিও