English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৬ ১৭:৩৬

মুক্তিযোদ্ধা সংসদকে কম্পিউটার প্রদান

অনলাইন ডেস্ক
মুক্তিযোদ্ধা সংসদকে কম্পিউটার প্রদান

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষন শুনলে শিকল দিয়েও আমাকে আটকাতে পারতো না বলে মন্তব্য করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক।

তিনি বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদকে কম্পিউটার, প্রিন্টার, ট্যাব প্রদান ও ইন্টারনেট কানেকশন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমন মন্তব্য করেন।

তিনি মুক্তিযুদ্ধের ন্যায় দেশের সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহবান জানান। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্য মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, তোকারেম হোসেন টুকু, রণজিৎ কুমার সরকার, জামিল হোসেন, আব্দুল আজিজ, এসএমএ মাজেদ, আব্দুল লতিফ, আব্দুল ওয়াদুদ, আব্দুস সামাদ, আরশাদ আলী, কোরবান আলী, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, এসআই সঞ্জয় দত্ত, সাংবাদিক মো. আব্দুল আজিজ ও তৃপ্তি রঞ্জন সেন।