English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৬ ১৭:৪৯

ঘূর্ণিঝড়ে ফরিদপুরে পাটকলের চাল ভেঙে নিহত ৪

অনলাইন ডেস্ক
ঘূর্ণিঝড়ে ফরিদপুরে পাটকলের চাল ভেঙে নিহত ৪

বাংলাদেশের ফরিদপুরের সদর উপজেলায় ঘূর্ণিঝড়ে একটি পাটকলের চালের শেড ভেঙে চারজন নিহত হয়েছে। ওই পাটকলের প্রায় ত্রিশজন আহত বলে জানা যাচ্ছে। ঘূর্ণিঝড়ে চারটি ইউনিয়নে আহত হয়েছে প্রায় একশোর মতো মানুষ। ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী বিবিসিকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে ফরিদপুরের চারটি ইউনিয়ন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘূর্ণিঝড়ে গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকার জোবাইদা-করিম জুট মিলের একটি স্টিলের শেড ভেঙে যায়। ওই ঘটনাতেই বেশি হতাহতের ঘটনা ঘটে বলে জানান তিনি। নিহত চারজনই জোবাইদা-করিম জুট মিলের শ্রমিক বলে জানিয়েছেন মি: আলী। তবে নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। আর ওই জুট মিলের প্রায় ত্রিশজন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানাচ্ছেন সরাফত আলী। জেলা প্রশাসক সরদার সরাফত আলী আরও জানিয়েছেন, নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে কর্তৃপক্ষ, সেই সাথে আহত-নিহতসহ ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।