English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৬ ১৮:১৭

যাতায়াতের পথ বন্ধ করায় বিপাকে পরিবার

অনলাইন ডেস্ক
যাতায়াতের পথ বন্ধ করায় বিপাকে পরিবার

পাইকগাছায় যাতায়াতের পথ নিয়ে দু’পরিবারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে যাতায়াতের একমাত্র পথটি প্রতিপ পরিবার বন্ধ করে দেয়ায় জহর আলী মোড়ল নামে এক বৃদ্ধ দম্পত্তি বিপাকে পড়েছেন।

এ ব্যাপারে ভূক্তভোগী বৃদ্ধের পরিবার সংশ্লিষ্ট প্রশাসনের হস্তপে কামনা করেছে।

জানা গেছে, উপজেলার গদাইপুর (চরমলই) গ্রামের জহর আলী মোড়লের সাথে গফুর মোড়ল গংদের সঙ্গে পরিবারিক যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। মূলত জহর, শহর ও লস্কর মোড়ল তিন ভাইয়ের মধ্যে লস্কর অনেকদিন আগে থেকেই অন্যত্র বসবাস করে আসছে।

ফলে বসতবাড়ীর জায়গা জহর ও অপরভাই শহর আলীর দুই ছেলে গফুর মোড়ল ও আব্দুল মোড়ল ভোগ দখল করে আসছে। পুরা বসতবাড়ীর জায়গার মধ্যে সরকারি রাস্তার পাশের অংশে গফুর মোড়ল গংরা এবং ভীতরের অংশে জহর মোড়ল বসবাস করে আসছে।

জহর মোড়ল (১০০) এর স্ত্রী করিমননেছা জানান, সাম্প্রতিক সময়ে প্রতিপ প্রতিবেশী গফুর মোড়ল আমাদের যাতায়াতের পথটি ঘিরে দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। ফলে বৃদ্ধ বয়সে আমরা বর্তমানে বাড়ীর মধ্যে অনেটাই অবরুদ্ধ হয়ে পড়েছি।

এর আগেও গফুর মোড়ল গংরা যাতায়াতের পথটি বন্ধ করে দিয়ে ছিল বলে ভূক্তভোগী বৃদ্ধের পরিবার জানান।

এ ব্যাপারে গফুর মোড়ল জানান, আমরা অল্প জায়গার মধ্যে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। জহর মোড়লদের যাতায়াতের জন্য বাড়ীর সামনে পুকুরের ধারদিয়ে একটি পথ তৈরী করা হয়েছিল। পথটি বর্ষা মৌসুমে নিচু হয়ে যাওয়ায় যাতায়াতের জন্য এমন ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।