English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৬ ১৭:৫৬

প্রেমিক যুগল আটক

অনলাইন ডেস্ক
প্রেমিক যুগল আটক

শরীয়তপুর সদর রুদ্রকর ইউনিয়‌নের বালার বাজার থে‌কে বিল্লাল হো‌সেন সাগর সরদার (৩২) ও নুপুর আক্তার (২৪) না‌মে প্রেমিক যুগল আটক ক‌রে‌ছে স্থানীয়রা।

শুক্রবার (১৯ আগস্ট) ভোর ৫টার সময় এঘটনা ঘ‌টে ।

স‌রেজ‌মি‌নে গি‌য়ে জানা যায়, ‌মোবাই‌লে রঙ নাম্বা‌রে তিন মা‌সের সম্পর্ক গ‌ড়ে সাত‌ক্ষিরা জেলার কামান নগর গ্রা‌মের আব্দুল হান্নান সরদার ছে‌লে ট্রাক ড্রাইভার ‌বিল্লাল হো‌সেন সাগর সরদার ও মাদারীপুর জেলার তোতা সড়‌কের মো. নুরুল হক সরদারের মে‌য়ে নুপুর আক্তার সা‌থে । বিল্লাল সাত‌ক্ষিরা থে‌কে ট্রাক ভ‌র্তি মাল নি‌য়ে চাদপুর যাওয়ার প‌থে শরীয়তপুর সদর রুদ্রকর ইউনিয়‌নের বালার বাজ‌রে ভো‌রে ট্রাক বন্ধ ক‌রে দা‌ড়ি‌য়ে ছি‌লেন।

হঠাৎ ক‌রে নুপুর শরীয়তপুরের গোসাইরহাট উপ‌জেলার না‌গের ইউনিয়‌নের বড় কাচনা গ্রাম শশুর বা‌ড়ি থে‌কে বালার বাজার এসে বিল্লা‌লের ট্রা‌কে উঠে। আজ ভো‌রে স্থানীয়রা দে‌খে স‌ন্দেহ হ‌লে তা‌দের জিজ্ঞাস কর‌লে তারা ব‌লেন আমরা খালা‌তো ভাই বোন বেড়া‌তে যা‌চ্ছি ।

তখন স্থানীয়রা তাদের‌কে স‌ন্দেহ ভাজন আটক ক‌রেন। প‌রে পু‌লিশের কাছে সপর্দ ক‌রেন।

পালং ম‌ডেল থানার সাব ইনিস‌ফেক্টর (এসআই) আশ্রাফুল ইসলাম জিজ্ঞাসাবা‌দের জন্য থানায় নি‌য়ে যান।

বিল্লাল হো‌সেন সাগর সরদার ব‌লেন, আমি আমার জেলায় বি‌য়ে ক‌রে‌ছি। আমার এক‌টি মে‌য়ে আছে। নুপু‌রের সা‌থে আমার তিন মা‌সের সম্পর্ক মোবাই‌লের মাধ্য‌মে।

নুপুর আক্তার জানান, আমার স্বামী গ্রামীন ব্যাং‌কে চাকরী কর‌ছেন। আমার দুই‌টি মে‌য়ে আছে কে‌জি স্কু‌লে প‌রে। বিল্লা‌লের সা‌থে রঙ নাম্বা‌রে তিন মা‌সের সম্পর্ক হ‌য়ে‌ছে। আমরা বি‌য়ে করার উদ্দে‌শ্যে পা‌লি‌য়ে যা‌চ্চিলাম।