English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৬ ১১:০৯

আগুন: গাজীপুরে কারখানার ভবনে ফাটল, চতুর্থ তলা ধস

অনলাইন ডেস্ক
আগুন: গাজীপুরে কারখানার ভবনে ফাটল, চতুর্থ তলা ধস

গাজীপুরের চন্দ্রায় একটি সুতার কারখানায় আগুন লেগেছে। এতে এরইমধ্যে ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ধসে গেছে, চতুর্থ তলা।

শ্রমিকরা জানান, গত রাত ১টার দিকে ট্রপিক্যাল নিটিং নামে কারখানাটির তৃতীয় তলায় কাটিং ও স্টোর রুম থেকে এই আগুনের সূত্রপাত হয়। ছড়িয়ে পড়ে চতুর্থ তলায়ও। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর এলাকা থেকে ঘটনাস্থলে যায়, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। 

পরে আশপাশের এলাকা ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিট যুক্ত হয়। ফলে, আগুন নেভাতে এখন কাজ করছে, ১৩টি ইউনিট।