English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ১৭:২৫

গাইবান্ধায় বাসদের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
গাইবান্ধায় বাসদের বিক্ষোভ মিছিল

ভারত কর্তৃক তিস্তা-ব্রহ্মপুত্রের পানি এক তরফা প্রত্যাহার প্রতিবাদে গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল করেন বাসদ। এসময়ে তারা নদী ভাঙ্গনসহ বন্যা সমস্যা স্থায়ী সমাধানের দাবিও করেন।

বুধবার (১৭ আগস্ট) গাইবান্ধায় বাসদ (মাকর্সবাদী) জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।

স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু প্রমুখ।

বক্তারা বলেন, ভারতের পানি আগ্রাসন নীতির কবলে পড়ে নদীমাতৃক বাংলাদেশ আজ মরুভূমিতে পরিণত হতে চলেছে। ইতোমধ্যেই তিস্তা সেচ প্রকল্প অচল হয়ে পড়েছে। গত কয়েক বছর ধরে তিস্তা সেচ প্রকল্পের অধীন চাষিরা সেচ সুবিধা পাচ্ছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল। পদ্মার উজানে ফারাক্কা বাঁধ দেয়ায় মরুকরণের পথে উত্তরাঞ্চল।

বক্তারা আরো বলেন দেশের মোট পানির ৬৫ আসে ব্রহ্মপুত্র দিয়ে। সেই ব্রহ্মপুত্রের উজানে আন্তঃনদী সংযোগ প্রকল্প করে ভারত একতরফা পানি প্রত্যাহারের ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র সফল হলে দেশের গোটা উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হবে।