English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ১৬:৫২

রাজশাহীতে অটোরিকশা-প্রাইভেট কার সংঘর্ষে আহত ৪

অনলাইন ডেস্ক
রাজশাহীতে অটোরিকশা-প্রাইভেট কার সংঘর্ষে আহত ৪

রাজশাহীতে অটোরিকশা ও প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ ৪জন আহত হয়েছেন। তাদের সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১০টায় নগরীর চৌদ্দপায়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে নগরীর সাহেব বাজার থেকে দুটি অটোরিকশা কাটাখালির দিকে যাচ্ছিল। অপরদিকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৯-৯৫৫৩) কাটাখালি থেকে সাহেব বাজারের দিকে আসছিল। পথে নগরীর চৌদ্দপায়ী ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা দুটি ভেঙ্গে যায় এবং প্রাইভেট কারটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে ।

এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

ঘটনার পর মতিহার থানার পুলিশ সেখানে পৌছে প্রাইভেট কারের চালক মুন্না-কে আটক করে থানায় নিয়ে যায়।