English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৬ ২১:৪১

বঙ্গবন্ধুর পলাতক খুনীদের বিচার দাবিতে রাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধুর পলাতক খুনীদের বিচার দাবিতে রাবিতে মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারে অন্যান্য সদস্য হত্যার পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানায়।

মানববন্ধনে বঙ্গবন্ধুর ও তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব, সহ-সভাপতি রানা চৌধুরী, মেহেদী হাসান রাসেল, আতিকুর রহমান সুমন, দেলোয়লার হোসেন ডিলস,  যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাহানুর শাকিল, মুজাহিদুল হিমু, সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ কৌশিক, আকতারুল ইসলাম আশিফ, শরিফুল ইসরাম সাদ্দাম প্রমুখ উপস্থিত ছিলেন।