English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৬ ২১:২৬

রাজশাহীতে মাইক্রোবাসের চাপায় নিহত ১

অনলাইন ডেস্ক
রাজশাহীতে মাইক্রোবাসের চাপায় নিহত ১

রাজশাহীর বেলঘরিয়া এলাকায় অজ্ঞাত মাইক্রোবাসের চাপায় আবু সাঈদ (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পুঠিয়া উপজেলার বাসিন্দা। রোববার (১৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে বেলঘরিয়া এলাকায় ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার দুপুরে আবু সাঈদ মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। পথে বেলঘরিয়া এলাকার কাছাকাছি আসলে সামনে থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খাবর পেয়ে মতিহার থানা পুলিশ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের লাশ রামেক হাসপাতালের মর্গে রয়েছে।

মতিহার থানার ডিউটি অফিসার বলেন, মাইক্রোবাস পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।