English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৬ ২১:০১

পাইকগাছায় শোক দিবসের প্রস্তুতি সম্পন্ন

অনলাইন ডেস্ক
পাইকগাছায় শোক দিবসের প্রস্তুতি সম্পন্ন

পাইকগাছায় বঙ্গবন্ধুর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি আয়োজন করেছে।

দিবসটিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে, ১৫ আগষ্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত করে উত্তোলন।

সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোক র‌্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ। সকাল ১১ টায় বঙ্গবন্ধুর জীবনী, কর্ম ও চিন্তা চেতনা সহ মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা লিখন প্রতিযোগিতা।

এদিনে সময়ে মসজিদে মিলাদ মাহফিল, মুন্দির, গীর্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। অনুরূপভাবে উপজেলা আ’লীগের উদ্যোগে আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।

এদিকে জাতীয় শোক দিবস উপলে কোন প্রকার চাঁদাবাজী বা শোক দিবসের অমর্যাদা হয় এমন কোন কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় প্রশাসন।