English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৬ ১৯:৪৮

গুলিবিদ্ধ বিকাশকর্মী রবিউল মৃত্যু

অনলাইন ডেস্ক
গুলিবিদ্ধ বিকাশকর্মী রবিউল মৃত্যু

রাজশাহী নগরীর মতিহার থানার কাপাশিয়া এলাকায় ছিনতাইকারীর গুলিতে আহত বিকাশকর্মী রবিউল ইসলাম (৪০) মারা গেছে।

রবিবার (১৪ অাগস্ট) ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত বুধবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর মতিহারের কাপাশিয়া এলাকায় ছিনতাইকারীরা বিকাশের দিই কর্মীকে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

ওই ঘটনায় আহত বিকাশের আরো এক কর্মী পলাশ এখনো রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পলাশের ডান পায়ে একটি গুলি লাগে। আর পিঠে ও পেটে ৫টি গুলিবিদ্ধ হয়ে রবিউল আজ ভোরে মারা যান। নিশ্চিত করেছেন রামেক হাসপাতাল পুলিশ বক্সের একাধিক সূত্র।

একাধিক সূত্র জানিয়েছে , গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকা থেকে বিকাশের দুই কর্মী রবিউল ও পলাশ ১২ লাখ টাকা আদায় করতে একটি মোরসাইকেলযোগে পুঠিয়ার উপজেলা বানেশ্বর বাজারের দিকে যাচ্ছিলেন।

এ সময় পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্ত আরেকটি এপাচি মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করে উপর্যুপরি গুলি ছুড়তে থাকে। এতে মোটরাসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন রবিউল ও পলাশ। পরে তাদের নিকটে থাকা টাকাগুলো লুটে নেয় ছিনতাইকারীরা।

এরপর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে নিহত রবিউলের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নতদন্ত শেষে তার পরিবারের সদস্যদের লাশ হস্তান্তর করা হবে বলে রাজপাড়া থানা পুলিশ জানায়।