English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৬ ১৩:৫১

মাদারীপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

অনলাইন ডেস্ক
মাদারীপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

যুবরাই লড়বে, সোনার বাংলাদেশ গড়বে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদারীপুরের পালিত হল আন্তর্জাতিক যুব দিবস-২০১৬।

শুক্রবার বেলা ১১টায় মাদারীপুর যুব উন্নয়ন সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা যুব উন্নয়ন অধিদফতের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বাবর আলী মীর।

অতিরিক্ত জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, যুব সমাজকে সমাজিক কাজে অগ্রসর হতে হবে। কারণ যুবরাই বদলে দিতে পারে একটা সমাজের পরিচিতি। যুব সমাজ তাদের অাত্মকর্মসংস্থানে নিজেদের চেষ্টা করতে হবে। যুবকদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, লেখাপড়ার শেষে অনেকেই বেকার থাকে। চাকরি না পাওয়ার হতাশায় তাদের তাড়াও করে।

এতে পরিবারের কাছে তারা লাঞ্ছনার শিকার হয়। ফলে যুব সমাজ হেলে পড়ে বিভিন্ন অসামাজিক কাজে। তারা নেশাগ্রস্ত হয় মাদকাশক্তির দিকে। ওই সকল হতাশাবানদের যুব উন্নয়নের উপযুক্ত প্রশিক্ষন নিয়ে নিজেদের তৈরিতে অগ্রসর হতে হবে।

এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদফতরের ডেপুটি কডিনিটর- রফিকুল ইসলাম, ফেরেন্ডর্স অভ হ্যাচারির নির্বাহী পরিচালক- রাজন মাহামুদ, মাদারীপুর মহিলা যুব কমিটির সাধারণ সম্পাদক- সাহানা নাসরিন রুবী, মহিলা উন্নয়ন সমিতি ট্রেড শিক্ষিকা ফরিদা ইয়াসমিন লাকিসহ জেলা যুব উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেষে যুব প্রশিক্ষার্থীদের মাঝে সনদ পত্র তুলে দেওয়া হয়।