English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৬ ১৫:৩৬

ফসিয়ার মৃত্যুতে পাইকগাছায় ৭ দিনের শোক

অনলাইন ডেস্ক
ফসিয়ার মৃত্যুতে পাইকগাছায় ৭ দিনের শোক

পাইকগাছার বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমানের মৃত্যুতে ৭ দিনের শোক কর্মসূচি পালনসহ ১ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দিয়েছে ফসিয়ার রহমান মহিলা মহা বিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে ফসিয়ার রহমানের মৃতদেহ শুক্রবার রাতে যে কোন সময় সিঙ্গাপুর থেকে পাইকগাছায় পৌছাতে পারে। এবং শনিবার জানাযা শেষে চেঁচুয়া গ্রামস্থ পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশেই শায়িত করা হতে পারে ফসিয়ার রহমানকে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, পাইকগাছা বনানী সংঘের সভাপতি এ্যাড. স ম বাবর আলী, সুন্দরবন স্পোর্টিং কাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, খুলনা জেলা হ্যাচারী চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি জাহিদ হাসান মুন্না, সহ-সভাপতি জিএম ইকরামুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবিন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা পূজা পরিষদের সভাপতি সমিরণ সাধু, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. শেখ মো. শহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদর রহমান মন্টু, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মো. দাউদ শরীফ, উপকূল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম কচি, বনানী সংঘের সহ-সভাপতি জিএম আজহারুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।