English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৬ ১৫:২৯

পাইকগাছায় ৩ গরু চোর আটক

অনলাইন ডেস্ক
পাইকগাছায় ৩ গরু চোর আটক

পাইকগাছায় গরু চোরাই সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময়ে তাদের ব্যবহৃত পিকআপ জব্দসহ চোরাইকৃত গরু উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আলমতলা মোড় নামক স্থান থেকে থানা পুলিশের এসআই স্বপন রায় সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে।

আটকৃতরা হলেন- গজালিয়া গ্রামের শেখ গোলাম রব্বানীর ছেলে শেখ মাসুদ (৪০), মৃত পীর আলী সরদারের ছেলে বাদশা সরদার (২৭) ও রফিকুল ইসলামের ছেলে রুবেল সরদার (২৩)।

এ সময় তাদের ব্যবহৃত খুলনা মেট্রো- ন-১১-০৫০৫ নং পিকআপটি জব্দ করে। এ ঘটনায় উত্তর খড়িয়া গ্রামের মৃত নরেন্দ্রনাথ হালদারের ছেলে পরিতোষ হালদার বাদী হয়ে আটক ৩ জন সহ অজ্ঞাত ৫/৭ জনকে আসামী করে থানায় মামলা করে। যার নং- ১৩। তাং- ১১/০৮/১৬।

আটক ৩ চোরকে ১০ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন।