English Version
আপডেট : ১১ আগস্ট, ২০১৬ ১২:৫২

সিরাজগঞ্জে বন্যা দুর্গতের মাঝে ইসলামিক ফ্রন্টের ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জে বন্যা দুর্গতের মাঝে ইসলামিক ফ্রন্টের ত্রাণ  বিতরণ

সিরাজগঞ্জে বন্যা দুর্গত সাড়ে ৩শ’ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা ও আঞ্জুমান-এ-খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ।

মঙ্গলবার (৯ আগস্ট) মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ৫নং খোকসাবাড়ী ইউনিয়নের রানীগ্রাম, জিয়ার মোড়, দিয়ার পাচিল,খলিসাকুড়া ওয়াপধা বাঁধে বানভাসী মানুষের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 
 
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ' এর কেন্দ্রীয় পরিষদের সদস্য মধুপুর দরবার শরীফের পীর আবু হানিফ মধুপুরীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রিজভী।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পৌর প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর ডা. মাহবুবুল আলম, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি এম মনির হোসেন, আঞ্জুমান-এ-খুদ্দামুল মুসলেমিনের ট্রাষ্টি বোর্ডের সদস্য ওয়াহেদ মুরাদ, এম.এম. নাঈম উদ্দীন, সামিউল শুভ, তালহা তালকিন আলম, আহাদুল ইসলাম তালুকদার, গোলাম জিলানী হিরু, শাহাদাত হোসেন স্থানীয় মেম্বার, মহিলা মেম্বার, বিভিন্ন পত্রিকা ও টিভি সাংবাদিকবৃন্দ। ত্রাণ বিতরণ সভাটি পরিচালনা করেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি নাঈম উদ্দিন।
 
 
এসময়ে বক্তারা বলেন, ইসলামকে ধ্বংসের জন্য চক্রান্তকারী উঠে পড়ে লেগেছে। তারা ইসলামের নামে জঙ্গীবাদের মাধ্যমে মানুষ হত্যা করছে। ইসলাম হত্যা ও সন্ত্রাসের ধর্ম নয়। দাওয়াতের মাধ্যমে মানুষকে হেদায়েতে আনাই ইসলামের মূল লক্ষ্য। বক্তারা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে রুখে দাড়ানোর আহবান জানান।  
এরই ধারাবাহিকতায় আগামী শুক্রবার রংপুর ও কুড়িগ্রাম জেলায় বন্যায় পীড়িত মানুষদের ত্রাণ বিতরণ করা হবে। এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে যারা শরীক হতে চান তাঁরা আমাদের সংগঠনের ব্যাংক একাউন্ট অথবা বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।
 
যাঁরা ব্যাংকে টাকা পাঠাবেন তারা (০১৫৫৪৩২৪৪০১) মোবাইল নম্বরে (শাহীদ রিজভী) ট্রানজেকশন এসএমএস দিয়ে কে কত টাকা দিলেন তা জানিয়ে দিবেন। আর যারা বিকাশ করবেন তারা “রেফারেন্স” অপশনে “Relief” শব্দটা লিখবেন।

ব্যাংকঃ শাহজালাল ইসলামি ব্যাংক, ঢাকা মেইন শাখা। একাউন্ট নাম- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, একাউন্ট নং- ৩৩৬৫৩, বিকাশ পার্সনাল নম্বরঃ ০১৬১৪৩২৪৪০১।