English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৬ ১৮:০১

মোমবাতি প্রজ্জলন করে খাগড়াছড়িতে প্রতিবাদ

অনলাইন ডেস্ক
মোমবাতি প্রজ্জলন করে খাগড়াছড়িতে প্রতিবাদ

চলমান ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সহস্র মোমবাতি প্রজ্জলন  করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি) খাগড়াছড়ি জেলা কমিটি। জেলা শহরের বৌদ্ধ বিহার প্রাঙ্গনে সোমবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় এ কর্মসূচি পালন করা হয়।

কলেজ শাখা সাধারণ সম্পাদক মংক্যচিং মারমা সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএমএসসি খাগড়াছড়ি জেলা শাখা সভাপতি চাইহাউ মারমা।

সভাপতি বক্তব্য বলেন-পাহাড় ও সমতলে ৩০ লক্ষাধিক জনসংখ্যার মধ্যে ৫৪ টির অধিক বাংলাদেশে বসবাস করছে।

সিলেটে মৌলভীবাজারে নাহার পুঞ্জি খাসিয়াদের উচ্ছেদ, টাঙ্গাইল মধুপুরে সংরক্ষিত বনাঞ্চল বন ঘোষনার মাধ্যমে আদিবাসীদের উচ্ছেদ ও পার্বত্য চট্টগ্রামে বান্দরবান বগা লেকে বসবাসরত আদিবাসিদের উচ্ছেদ ষড়যন্ত্র চলছে।

এ সময় বক্তরা চলমান ঘটনার প্রতিবাদ জানিয়ে মোমবাতি প্রজ্জলন থেকে আদিবাসীদের উপর নিপীড়ত, শোষণ, অত্যাচার ও ভূমি বেদখলের মাধ্যমে আদিবাসীদের উচ্ছেদ বন্ধে সরকারের প্রতি দাবী করেন। মৌন মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে সমতলে আদিবাসীদের ভূমি বেদখল এর সংহতি প্রকাশ করেন।

বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল খাগড়াছড়ি জেলা কমিটি তথ্য ও প্রচার সম্পাদক মংচিংহা মারমা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।