English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৬ ১৭:৪০

রাজশাহীতে বাসের চাপায় নিহত ১

অনলাইন ডেস্ক
রাজশাহীতে বাসের চাপায় নিহত ১

রাজশাহী মহানগরীতে বাসের চাপায় শিমুল হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহতসহ ইশা নামের অপর একজন আহত হয়েছে।

নিহত যুবক নগরীর পূর্ব মির্জাপুর এলাকার বাসিন্দা। সোমবার(৯ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার বিকেলে শিমুল ও অপর একজন নগরীর তালাইমারী এলাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। এ সময় একটি অজ্ঞাত বাস তাজে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিমুলের মৃত্যু হয় ও ইসাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মতিহার থানার ওসি হুমায়ন কবির বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বাস কে আটক করা সম্ভব হয়নি।