English Version
আপডেট : ৭ আগস্ট, ২০১৬ ১৭:৪৫

মাদারীপুরে জঙ্গিবাদ-সন্ত্রাস বিরুদ্ধে মানববন্ধন

অনলাইন ডেস্ক
মাদারীপুরে জঙ্গিবাদ-সন্ত্রাস বিরুদ্ধে মানববন্ধন

বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জম্মবার্ষিকী উপলক্ষে আগামী প্রজম্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের সচেতন করার লক্ষ্যে জঙ্গিবাদ ও সস্ত্রাসের বিরুদ্ধে মাদারীপুর প্রেসক্লাবের সামনে আজ মানববন্ধন  করেছে। রোববার (৭ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই মানববন্ধন চলে।

এতে মাদারীপুর জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী নারী সংগঠন এবং বিভিন্ন এনজিও নারী শিশু সহ  শিক্ষার্থীরা অংশ নেন। 

জঙ্গিদের কোন ধর্ম নেই, তাই রুখে দাড়াও, জঙ্গিবাদ নিপাত যাক, জাগ্রত হোক মানবতা বোধ, সন্ত্রাস জঙ্গি তাড়াও দেশ বাচাও, প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন দিন, সন্ত্রাস, জঙ্গি ও নাশকতায় প্রতিরোধ গড়ে তুলুন এই শ্লোগান কে সামনে নিয়ে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জম্মবার্ষিকী উপলক্ষে জঙ্গিবাদ ও সস্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন।

উক্ত মানববন্ধনে ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, আমেনা খাতুন বেবী, তাহমিনা বেগম লিলি, তাহমিনা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা, হালিমা, হোময়রা লতিফ পান্না, শাহনা বেগম রুবি, সৈয়দা সালমা, লাকি , ফারহান চৌধুরী  ও তন্দ্রা নুর প্রমুখ।