English Version
আপডেট : ৭ আগস্ট, ২০১৬ ১৭:৩৭

‘নদী ভাঙনের কবলে শিবচরের ৬ হাজার পরিবার’

অজয় কুন্ডু
‘নদী ভাঙনের কবলে শিবচরের ৬ হাজার পরিবার’

পদ্মার পানি কমতে শুরু করায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে পানিবন্দি ও নদীভাঙনের কবলে পড়েছে মাদারীপুরের শিবচরের ৫টি ইউনিয়নের অন্তত ৬ হাজার পরিবার।

শিবচরের চরজানাজাত, কাঁঠালবাড়ি, বন্দরখোলা, মাদবরেরচর, সন্ন্যাসীরচরে ইউনিয়নের পানিবন্দি অনেকেই প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, চাল, নগদ টাকা সহযোগিতা পেয়েছেন। আবার অনেকে সরকারি সহযোগিতা না পাওয়ারও অভিযোগ করেছেন।

এছাড়া এসব এলাকায় দেখা দিয়েছে, খাবার পানির সংকট। এদিকে পানি কমে যাওয়ায় অনেক এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহম্মেদ বলেন, সরকারিভাবে পানিবন্দি মানুষের মাঝে চাল, টাকা, খাবার বিতরণ করা হয়েছে। এসব পানিবন্দি মানুষের মাঝে সরকারি সহযোগিতার বিষয়টি চলমান রয়েছে।

এছাড়া পানিবাহিত রোগে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে সরকারিভাবে মাঠ পর্যায়ে কর্মীরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন।