English Version
আপডেট : ৭ আগস্ট, ২০১৬ ১৭:০৭

‘ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাস-জঙ্গিবাদ রোধ করতে হবে’

অনলাইন ডেস্ক
‘ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাস-জঙ্গিবাদ রোধ করতে হবে’

ঐক্যবদ্ধ ভাবে জঙ্গি-সন্ত্রাস রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বর্তমান সরকার ঘোষিত ২০৪১ সালের টার্গেট পুরণ করে উন্নয়নশীল দেশে পরিণত হবে।

রোববার (৭ আগস্ট) খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্ত্বরে জেলা মহিলা লীগ ও জাতীয় মহিলা সংস্থা আয়োজিত সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে তিনি এ কথা বলেন।

সন্ত্রাসী-জঙ্গিবাদ সৃষ্টিকারীসহ সকল অপশক্তির রোধ করে আলোকিত মানুষ গড়তে লেখা-পড়া করে সু-শিক্ষিত হওয়ার উপর গুরুত্বরোপ করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এসময় তিনি খাগড়াছড়িতে একটি অসাম্প্রদায়িক জেলা আখ্যায়িত করে সকলকে দেশ ও জাতীর জন মঙ্গলজনক কাজ করে রাষ্ট্রকে এগিয়ে নিতে ভূমিকা পালনের আহবান জানান।

জাতীয় মহিলা সংস্থা ও খাগড়াছড়ি জেলা মহিলালীগের সভানেত্রী ক্রইসাঞো চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সন্ত্রাস-জঙ্গিবাদ কমিটির সাধারণ সম্পাদক শানে আলম, জেলা আওয়ামীলীগের নেতা নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক কেএম ইসলাইল, ছাত্রলীগ সভাপতি টিকো চাকমা প্রমূখ।