English Version
আপডেট : ৪ আগস্ট, ২০১৬ ১৫:৪৫

বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১৫

অনলাইন ডেস্ক
বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১৫

নড়াইলের লোহগড়া পৌরসভা নির্বাচনী প্রচারনা চলাকালীন অস্ত্রসহ এক সন্ত্রাসী ধরাকে কেন্দ্র করে পুলিশের সাথে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ঘটনা ঘটে। এসময়ে ৩ পুলিশ কর্মকর্তা সহ আহত হয়েছেন প্রায় ১৫ জন। এদের মধ্যে এক ইউপি চেয়ারম্যানও রয়েছে।

বুধবার (০৩ আগষ্ট) সাড়ে ১১টার দিকে  এঘটনা ঘটে।

আহতরা হলো-  লোহাগড়া থানা পুলিশের এস আই শিমুল, এস  আই নাছির, এস আই মিহি। আহতদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় কাশিপুর ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমানসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮ টার দিকে পৌরসভার কচুবাড়িয়া এলাকায় উজ্জ্বল নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক  করে পুলিশে দেয় এলাকাবাসী। আটক সন্ত্রাসী উজ্জ্বল আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শরীফুল ইসলামের সমর্থক। এর জের ধরে আরেক বিদ্রোহী প্রার্থী আশরাফুলের সমর্থকরা শরীফুলের উপর চড়াও হলে সংঘর্ষের আশংকায় পুলিশ তাকে  নিরাপদে পৌছে দেয়। 

পরে রাত সাড়ে ৯টার দিকে আশরাফুলের সমর্থকেরা প্রার্থী শরিফুলের ভাই মনিরুলকে থানার সামনে বেধড়ক মারধোর করে। এ সময় উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর আশরাফুলের সমর্থক কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান লোকজন নিয়ে লোহাগড়া থানায় প্রবেশ করে পুলিশকে গালাগাল করতে থাকে।

এ সময় নির্বাচনী নিরাপত্তা  দ্বায়িত্বে থাকা  পুলিশ সদস্যরা চেয়ারম্যান মতিয়ারকে আটক করে লোহাগড়া থানার মধ্যে ব্যাপক মারপিট করে পুলিশ।

এ খবর ছড়িয়ে পড়লে থানার বাইরে থাকা আশরাফুলের সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশের লাঠিচার্জে প্রায় ২০ জন আহত হন। আগামী ৭ আগষ্ট লোহাগড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।