English Version
আপডেট : ৩ আগস্ট, ২০১৬ ১৬:২১

রাজশাহীতে ভাড়াটিয়া নিবন্ধন ফরম বিতরণ

সাকিব
রাজশাহীতে ভাড়াটিয়া নিবন্ধন ফরম বিতরণ

রাজশাহীর উপশহর এলাকায় ভাড়াটিয়াদের নিবন্ধন ফরম বিতরণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম।

বুধবার ৩ে আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে উপশহর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভাড়াটিয়া ও মেস সদস্যদের মাঝেেএই নিবন্ধন ফরম বিতরণ করেন তিনি।

নিবন্ধণ ফরম বিতরণ শেষে তিনি বলেন, নগরীর প্রত্যেকটি নাগরিককে নিরাপত্তা দেওয়ার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে নগরবাসী নির্বিঘ্নে থাকতে পারে। এ কাজে তিনি নগরবাসীর সহায়তাও চেয়েছেন। বিট পুলিশিংয়ের ব্যাপারে তিনি বলেন, নগরীর প্রত্যেকটি থানাকে ৮/৯টি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক বিটের দায়িত্বে রয়েছেন একজন এসআই। বিট অফিসারদের কাজে সহযোগীতা করবে একজন এএসআই ও এসআই।

বিট অফিসারদের নির্ধারিত সরকারি মোবাইল সিম দেয়া হবে। যাতে অফিসার পরিবর্তন হলেও নাগরিকরা সেবা পায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, ডিসি হেড কোয়ার্টার তানভীর হায়দার চৌধুরী, ডিসি পশ্চিম নাহিদুল ইসলাম, এসি ট্রাফিক মোহাম্মদ ইবনে মিজান, নগর পুলিশের মুখপাত্র রাজপাড়া থানার সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম, এসি বোয়ালিয়া গোলাম সাকলায়েন প্রমূখ।