English Version
আপডেট : ৩ আগস্ট, ২০১৬ ১৪:০৫

প্রেমের কারনে যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
প্রেমের কারনে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ি জেলা সদরের কদমতলী এলাকায় প্রেমিকার প্রতারণার কারণে মো.  কামাল হোসেন (২১) নামের এক যুবক আত্মহত্যার করেছে।  

নিহতের মা পেয়ারা বেগম অভিযোগ করেন, খাগড়াছড়ির মাষ্টার পাড়ার বাসিন্দা গফুর মিস্ত্রীর মেয়ে কলেজ পড়ুয়া (প্রেমিকা) আয়েশা আক্তার দীর্ঘ আড়াই বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

আয়েশা বিভিন্ন সময় কামালের কাজ থেকে নগদ অর্থ, স্বর্ণ,অলঙ্কারসহ দামি দামি গীফ্ট হাতিয়ে নিয়ে এখন প্রতারণা করার ফলে সে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে।  

আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে  খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান জানান, রাতে যুবকের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সকালে লাশ উদ্ধার করে। এ নিয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।   স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ আগস্ট) রাতে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে প্রেমের ব্যর্থতার কারণে মো. কামাল হোসেন ভাড়া বাড়ীতে নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।

নিহতের মা একটি হোটেলে কাজ শেষে ফিরে জানালা দিয়ে তার ছেলের ঝুলন্ত লাশ দেখে আহাজারী শুরু করে। এ ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত যুবক কামাল হোসেন পেশায় একজন টমটম চালক। সে মৃত আহম্মদ সৈয়দের ছেলে।  

তবে এ ঘটনায় এলাকাবাসী প্রেমিকা আয়েশাকে কামাল হোসেনের আত্মহত্যার প্ররোচণার জন্য দায়ী করে তার দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।