English Version
আপডেট : ২ আগস্ট, ২০১৬ ১৭:২১

অবৈধভাবে বিক্রি হচ্ছে গ্যাসসহ তৈল

অনলাইন ডেস্ক
অবৈধভাবে বিক্রি হচ্ছে গ্যাসসহ তৈল

নড়াইল জেলার লোহাগড়া কালিয়া নড়াগাতি বিভিন্ন বাজারে দোকান গুলোতে বিভাগীয় বিস্ফোরক অধিদফতর  পরিদর্শকের লাইসেন্স ছাড়া অবৈধভাবে বিক্রি হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেল ও বিভিন্ন কোম্পানির সিলিন্ডার গ্যাস।

আইনের তোয়াক্কা না করে এসব সিলিন্ডার গ্যাস  জ্বালানি তেল যত্রতত্র বিক্রির ফলে যেকোন সময় আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনা  প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীসহ সচেতনমহল।

সূত্রে জানা গেছে, প্রশাসনের কিছু কর্মকর্তাদের ম্যানেজ করে উপজেলার পৌর এলাকাসহ দিঘলিয়া, মহাজন, এড়েন্দা, ইতনা, মানিকগঞ্জ ও লাহুড়িয়া বাজারের প্রায় ১শ’র বেশি ব্যবসা প্রতিষ্ঠানে অনুমোদন বিহীন যত্রতত্র পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেল এবং প্রায় ৩০টি দোকানে বিভিন্ন কোম্পানির সিলিন্ডার গ্যাসের ব্যবসা চালিয় যাচ্ছেন।

ব্যবসায়ীরা প্রশাসনিক বা বিস্ফোরক অধিদফতরের অনাপত্তি পত্র ছাড়াই স্থানীয় মুদি দোকান, সারের দোকান, রড সিমেন্টের দোকান, হার্ডওয়ারের দোকান ও স্টেশনারী দোকানে খোলামেলা ভাবে মারত্মক ঝুকিপূর্ণ অবস্থায় অকটেন, পেট্রোল, ডিজেল ও এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন।

ঝুকিপূর্ণ এসব পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাস বিক্রির জন্য বিস্ফোরক দ্রব্যের লাইসেন্স গ্রহণের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার বিধান থাকলেও ব্যবসায়ীরা এসব নিয়মনীতির তোয়াক্কা না করেই সাধারণ ব্যবসার মতোই চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ও সচেতন মহল জানান, অসাবধানবসত এসব প্রতিষ্ঠানের কোন একটিতে আগুন লাগলে সম্পুর্ণ বাজার এলাকা ধ্বংস হয়ে যাবে।

লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের লিডার শেখ আবুল হাসেম বলেন, আমরা ব্যবসায়ীদের সচেতন করতে প্রচার প্রচারণা চালাচ্ছি। যারা ঝুকিপূর্ণ ব্যবসার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জননিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীদের বিধি-বিধান মেনে জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাস বিক্রির অনুরোধ জানিয়েছেন সাধারণ মানুষ।

পাশাপাশি বিষ্ফোরক অধিদফতর এবং পরিদর্শকের লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।