English Version
আপডেট : ২ আগস্ট, ২০১৬ ১৭:১২

ইভটিজিং দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড

অনলাইন ডেস্ক
ইভটিজিং দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইভটিজিংয়ের অভিযোগে বুলবুল হোসেন (২০) নামে এক যুবকের ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নিবাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান।

বুলবুল উপজেলার গনেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের মোসলেম আলীর ছেলে। সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

মান্দা থানার সহকারী উপ-পরিদর্শক সুজন খান জানান, একই এলাকার কাঞ্চন উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী মিতু (ছদ্মনাম) কে বিদ্যালয়ে যাওয়া-আসার পথ্যে উত্যাক্ত করত। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুলবুল ঐ ছাত্রীকে একা পেয়ে আবারো ইভটিজিং করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়।

পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতের নিবাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খানের আদালতে উপস্থিত করলে ভ্রাম্যমান আদালত ৬ মাসের কারাদন্ডাদেশ দেন।