English Version
আপডেট : ২ আগস্ট, ২০১৬ ১১:৩৭

জঙ্গিবাদ বিরোধী র‌্যালী-মানববন্ধন গুইমারায়

অনলাইন ডেস্ক
জঙ্গিবাদ বিরোধী র‌্যালী-মানববন্ধন গুইমারায়

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সকল স্কুল,কলেজ, মাদ্রাসায় জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে র‌্যালী ও মানববন্ধন করেছে সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থী,শিক্ষক,সচেতন সমাজ।

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (আগস্ট ১) সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১ পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

র‌্যালীতে গুইমারা কলেজ অধ্যক্ষ-মোহাম্মদ নাজিম উদ্দিন, গুইমারা মাদ্রাসার সুপার জয়ানুল আবেদীন, শহীদ লে: মুশফিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো: আব্দুল হাকিম, গুইমারা মডেল হাই স্কুল প্রধান শিক্ষক সুশিল রঞ্জন পাল, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন সহ সকল স্কুল কলেজ ও মাদ্রাসার মেনেজিং কমিটি সদস্যরা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহন করে।

র‌্যালীটি গুইমারা মডেল হাই স্কুল থেকে শুরু হয়ে গুইমারা সেনা রিজিয়ন ব্রীজ প্রদক্ষিন শেষে গুইমারা বাজারে মানববন্ধন করে।

এ সময় বক্তব্য রাখেন গুইমারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা প্রমূখ।    

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশকে অসম্প্রদায়িক জঙ্গিবাদ মুক্ত করতে যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলা করে তাদের নির্মূল করা হবে। কোন ভাবেই উন্নয়নের ধারাবাহিকতাকে বাঁধাগ্রস্তকারীদের ছাড় দেওয়া হবে না বলে জানান নেতৃবৃন্দরা।

তাই ছাত্র-শিক সমাজকে সর্বদা সচেতন থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান বক্তরা।