English Version
আপডেট : ২ আগস্ট, ২০১৬ ১১:২৯

জঙ্গী মুক্ত দেশ গড়তে সুন্দরগঞ্জে মানববন্ধন

অনলাইন ডেস্ক
জঙ্গী মুক্ত দেশ গড়তে সুন্দরগঞ্জে মানববন্ধন

সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জঙ্গি, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সকল স্কুল কলেজ মাদ্রাসার মানব বন্ধন কর্মসুচি পালিত হয়।

সরেজমিনে দেখা যায় সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মচারি এবং ধর্মপুর ডি.ডি এম উচ্চ বিদ্যালয়ের ও ধর্মপুর পি এন বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী শিক্ষক কর্মচারি এক যোগে সোমবার (১ আগস্ট) ১১ টা থেকে ১২ টা পর্যন্ত গাইবান্ধা রংপুর মহাসড়কের দু-পার্শে দাঁড়িয়ে মানব বন্ধন কর্মসুচি পালন করে।

অপরদিকে বোয়ালী বাজার নামক স্থানে বোয়ালী দারুল উলুম বহুমুখী ফাজিল মাদ্রাসার আয়োজনে ব্যাপক উৎসাহে ধর্মপুর- পাঁচপীর সড়কের দুই ধারে দাঁড়িয়ে মানব বন্ধন পালন করে। মানব বন্ধন কর্মসুচিতে মাদ্রাসার অধ্যক্ষ হরুন অর রশিদ বলেন  “সন্ত্রাস জঙ্গিবাদ কোন দিনই ইসলাম সমর্থন করে না।

দেশের মানুষে জানমালের নিরাপত্তার বিষয় চিন্তা করে যে কোন মুল্যে এ জঙ্গিবাদ কে উৎখাত করতে হবে।” মানব বন্ধনে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আ. সামাদ, প্রভাষক আব্দুর রউফ (অর্থনীতি), জিল্লু রহমান (আরবি সাহিত্য), মৌলভি মশিউর রহমান (আরবি সাহিত্য), আ. জব্বার বিএসসি, আ. ওয়াহেদ আলী প্রমুখ।

বক্তাগন জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জনসাধারণ ও ছাত্র-ছাত্রীর অবিভাবকদের সোচ্চার হওয়ার আহব্বান জানান। এছাড়াও সুন্দরগঞ্জ ডি ডাব্লুউ ডিগ্রি কলেজ, সুন্দরগঞ্জ মহিলা কলেজ, সরকারী আঃ মজিদ উচ্চ বিদ্যালয়, সরকারী আমিনা বালিকা উচ্চ বিদ্যালয়, বেলকা ডিগ্রি কলেজ, শোভাগঞ্জ ডিগ্রি কলেজ, ধুবনী মহিলা কলেজ, ধুবনী কঞ্চিবাড়ি ডিগ্রি কলেজ, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়, বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়, কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়, সীচা উচ্চ বিদ্যালয়, কছিম বাজার উচ্চ বিদ্যালয়, চন্ডিপুর এফ. হক স্কুল এন্ড কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানব বন্ধন কর্মসুচি পালিত হয়েছে।