English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১৩:৫৭

গদাইপুরে জঙ্গি বিরোধী সভা

নিজস্ব প্রতিবেদক
গদাইপুরে জঙ্গি বিরোধী সভা

পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক, থানার এসআই জহুরুল হক। বক্তব্য রাখেন, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, প্রকাশ ঘোষ বিধান, সাবেক শিক কার্তিক পাল, ইউপি সদস্য আব্দুস সাত্তার, জবেদ আলী, আজিজুল ইসলাম, জগন্নাথ দেবনাথ, আব্দুল হাকিম, আবু হাসান, সুফিয়া খাতুন, মনিরা বেগম, রজিনা বেগম, সাবেক ইউপি সদস্য আবুল বাশার, কল্লল মল্লিক, প্রজিত রায়, মুফতি মাওঃ আহম্মদ আলী, মাওঃ শফিকুল ইসলাম, নূর আলী মোড়ল প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।