English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১৩:৩০

রাজশাহীতে জঙ্গী বিরোধী লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক
রাজশাহীতে জঙ্গী বিরোধী লিফলেট বিতরণ

রাজশাহীতে র‌্যাব-৫ এর উদ্যোগে জঙ্গীবাদ বিরোধী লিফলেট বিতরণ ও বিভিন্ন মার্কেটের দেয়ালে পোষ্টার লাগানো হয়েছে।

রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর সাহেব বাজার, জিরো পয়েন্ট এলাকায় জনসাধারণের মধ্যে এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় নগরীতে চলাচলকারী বিভিন্ন রিক্সা, আটোরিক্সা ও প্রাইভেট কারে জঙ্গীবাদ বিরোধী পোষ্টার লাগানো হয়। পরে আরডিএ মার্কেটের বিভিন্ন দোকানদার ও ক্রেতাদের মাঝে জঙ্গীবাদ বিরোধী সচেনতা গড়তে লিফলেট বিতরণ করা হয়।

এসময় র‌্যাব-৫ এর রাজশাহী বিভাগীয় অফিসের অধিনায়ক লে. কর্ণেল মাহবুব আলম, উপ-অধিনায়ক স্কোয়াডন লিডার মোবাশ্বের রহিম, অপারেশন অফিসার এএসপি তোফায়েল রহমানসহ র্যাব-৫ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।