English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১৩:২৬

তারেকের মামলা প্রত্যাহার দাবিতে মানবন্ধন

অনলাইন ডেস্ক
তারেকের মামলা প্রত্যাহার দাবিতে মানবন্ধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী মহানগরীতে মানবনন্ধন কর্মসূচী পালন করেছে আইনজীবী ফোরাম।

রোববার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে রাজশাহী কোর্ট চত্বর এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।

রাজশাহী আইনজীবী ফোরামের সভাপতি এরশাদ আলী ঈশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব, মোজাম্মেল হক, কামরুল মনির, মাইনুল হক পান্না, এএমএম মিজানুর রহমান, মাহবুবুল আলম, পারভেজ তৌফিক জাহেদী, মাহমুদুর রহমান রুমন প্রমুখ।

বক্তারা মানববন্ধন থেকে সকল নেতাকর্মীরা নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।