English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৬ ১৮:৩২

নড়াইলে লুট ৪ লাখ টাকাসহ ১৮ ভরি সোনা, আটক সাবেক ইপি

উজ্জ্বল রায়
নড়াইলে লুট ৪ লাখ টাকাসহ ১৮ ভরি সোনা, আটক সাবেক ইপি

নড়াইলের ধোপাদহ গ্রামে ব্রিগেডিয়ার জেনারেল অবঃ সাঈদ সরোয়ারের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে । এসময় ডাকাত দল নগদ ৪ লাখ টাকার বেশি ও ১৮ভরি স্বর্ণ লুট করে।

এ ঘটনাই লোহাগড়া পুলিশ সন্দেহভাজন হিসেবে সাবেক ইউপি সদস্যকে আটক করেছে।

জেনারেলের ভাইয়ের ছেলে ব্যবসায়ী জাহিদুর রহমান রিফাত জানান, গতকাল গভীর রাত দুই টার দিকে তাদের বাড়ির জানালার গ্রিল কেটে সাত-আটজনের ডাকাত একদল ঘরে প্রবেশ করে।

এ সময় ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে বেঁধে রেখে তাঁরা ১৮ ভরি স্বর্ণালংকার ও নগদ চার লাখ আট হাজার টাকা লুট করে পালিয়ে যায় ।

এসময় ব্রিগেডিয়ার জেনারেল অবঃ সাঈদ সরোয়ার, ঢাকা বাড়িতে অবস্থান করায় ভাতিজা নৌবাহিনীর কমোডোর হাসান ছুটে আসেন বাড়িতে।

থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। সন্দেহভাজন হিসেবে শুক্রবার দুপুরে নলদী গ্রামের সাবেক ইউপি সদস্য আনোয়ার শেখ (৪৫) কে আটক করা হয়েছে।