English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৬ ১৮:২১

উপকারভোগীদের মাঝে মালামাল বিতরণ

অনলাইন ডেস্ক
উপকারভোগীদের মাঝে মালামাল বিতরণ

পাইকগাছা উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপকার ভোগীদের মাঝে বিভিন্ন মালামাল ও উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ জুলাই) সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে মালামাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক।

উপজেলা প্রাণি সম্পদ অফিসার মো. শরিফুল  ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আব্দুল আজিজ, উপজেলা প্রাণি সম্পদ অফিসের সুবোধ কুমার বিশ্বাস, এসএম কামরুল আবেদীন ও ম্যাগী মল্লিক।

গবাদীপশু পালনকারী আব্দুল কাদের, অমরেশ কুমার মন্ডল, নওয়াব আলী সরদার, বিশ্বজিৎ অধিকারী ও ডাঃ ফসিয়ার রহমান। অনুষ্ঠানে গরু মোটা-তাজা করণ, গাভী পালন ও বাছুর পালনকারী উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ ও মালামাল প্রদান করা হয়।