English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৬ ১৭:৫৯

জননীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
জননীর আত্মহত্যা

পাইকগাছায় আলেয়া বেগম (২৮) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে।

ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানান, পারিবারিক কলহের জের ধরে উপজেলার হরিঢালী ইউনিয়নের দণি সলুয়া গ্রামের আব্দুল আজিজ সরদারের স্ত্রী আলেয়া বেগম শনিবার (৩০ জুলাই) ভোর রাতে নিজ বসত ঘরের আড়ায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

পরে সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।