English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৬ ১৭:৫৪

বিদ্যুৎ দূর্ভোগে পাইকগাছার ৩০ হাজার গ্রাহক

অনলাইন ডেস্ক
বিদ্যুৎ দূর্ভোগে পাইকগাছার ৩০ হাজার গ্রাহক

পাইকগাছায় বিদ্যুৎ নিয়ে সমস্যার যেন অন্ত নেই। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন কার্যক্রম। অপরদিকে ভোল্টেজ ওঠা-নামা করায় প্রতিদিন নষ্ট হচ্ছে ইলেকট্রনিক্স সামগ্রী।

গত ২/৩ বছর যাবৎ খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় জোনাল অফিসের আওতায় বিদ্যুৎ সরবরাহ অস্বাভাবিক রয়েছে।

ফলে বছরের পর বছর ধরে দূর্ভোগে রয়েছেন এলাকার প্রায় ৩০ হাজার গ্রাহক। সরবরাহ জনিত দূর্ভোগের পর গত কয়েকদিন যাবৎ বিড়ম্বনায় পড়েছেন ভোল্টেজ ওঠা নামা নিয়ে।

বিশেষ করে সকাল থেকে দিনভোর ১৫০ থেকে ১০০ ভোল্ট পর্যন্ত ভোল্টেজ ওঠানামা করায় প্রতিদিন নষ্ট হচ্ছে গৃহস্থলি ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ব্যবহৃত ইলেকট্রিক সামগ্রী।

মুন্না প্রিন্টিং প্রেসের মাসুম বিল্লাহ জানান, লো-ভোল্টেজের কারণে প্রতিদিন আমার কম্পিউটারের উইনডোজ ও মাদার বোর্ড নষ্ট হচ্ছে।

অনুরূপভাবে পৌর সদরের এল কম্পিউটারের স্বত্তাধিকারী লাবণ্য মন্ডলের লাখ লাখ টাকা মূল্যের কম্পিউটার ও ডিজিটাল ফটোষ্টাট মেশিন নষ্ট হয়ে গেছে।