English Version
আপডেট : ২৯ জুলাই, ২০১৬ ১৩:৫৪

হারানো বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক
হারানো বিজ্ঞপ্তি

অরবিন্দ রায়, পিতা- মৃত সুবোল চন্দ্র রায়, গ্রাম- কোড়গ্রাম, ডাকঘর- মুলিয়া, উপজেলা- নড়াইল সদর, জেলা- নড়াইল এর নিজ নামের ইং ১৯৭৮ সালের এস.এস.সি পাশের এবং ১৯৮০ সালের এইচ.এস.সি পাশের মূল সার্টিফিকেট, নিজ নামের নোকিয়া মোবাইলসহ নিবন্ধনকৃত সীম হারাইয়াছে। এস.এস.সি পাশের রোল নং নড়াইল-১৪৭, নিবন্ধন নং- ১৭১৮৭/১৯৭৬-৭৭ এবং এইচ.এস.সি পাশের রোল নং নড়াইল-৭৭, নিবন্ধন নং- ১৬২৪৫/১৯৭৮-৭৯।

নিবন্ধনকৃত সীম নম্বর- ০১৯৩১২৮৫৭৯১।

সংশ্লিষ্ট বিষয়ে নড়াইল সদর থানায় জি.ডি করা হইয়াছে। জিডি নম্বর- ৩২৯, তাং- ১১/০৭/২০১৬ইং।